নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকে চাঁদাবাজি করাকালে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ মার্চ বুধবার রাত ৮ টায় উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : কাঞ্চন পৌরসভার কেরাব এলাকার আব্দুল গাফ্ফার মিয়ার ছেলে আবু তাহের মিয়া, চৌধুরীপাড়া এলাকার দেওয়ান মোকাম্মেলের ছেলে আল হাদি ওরফে জাকারিয়া ও হারেজ মিয়ার ছেলে শামিম। এ ঘটনায় ট্রাক চালক শরিফুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থানার দুর্গাপুর এলাকার সেকান্দার আলীর ছেলে বালু বোঝাই ট্রাক নিয়ে ২৪ই মার্চ বুধবার দুপুরে ময়মনসিংহ হতে রূপগঞ্জের রূপসী এলাকার সিটি মিলের উদ্দেশ্যে রওনা হন। রাতে কাঞ্চন ব্রিজ এলাকায় পৌঁছামাত্র একটি অটোরিক্সাযোগে চাঁদাবাজ আবু তাহের মিযা, আল হাদি ওরফে জাকারিযা ও শামিম ট্রাকটির গতিরোধ করে। এ সময় ট্রাক চালকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা চালক শরিফুল ইসলামকে মারধর করে। এ সময় ট্রাক চালকের মোবাইল ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে ওই তিন চাঁদাবাজকে গ্রেফতার করে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, চাঁদাবাজদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।