নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ বারত্রকাডেমী স্কুলে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণের মাঠে নবীন বরন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা ও ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: নূরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের কাছ থেকে দাবী করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন গানের শিল্পি নিয়োগ দেয়া হোক, সে দাবটি আমি পূরণ করা সহ অচীরে আমার ব্যক্তিগতভাবে হলেও আমি নিয়োগ দিব।
অপরদিকে সাবেক ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: মিজানুর রহমান বাচ্চু শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য দাবী রাখলে প্রধান অতিথি মো: নুরুজ্জামান আরো বলেন , শিক্ষকরা যদি তাদের মেধা দিয়ে শিক্ষাথীদের মাধ্যমে বিদ্যালয়ে ভাল ফলাফল করে। অবশ্যই বিদ্যালয়ের কর্তৃপক্ষ নয়তো আমি ব্যক্তিগতভাবে বেতন বৃদ্ধি করবো। এছাড়া যে সকল শিক্ষার্থীরা মেধা তালিকায় ১-১০ তম স্থান প্রাপ্ত তাদেরকে বিভিন্নভাবে সার্বিক সহযোগীতা করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা ও ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: জালালউদ্দীন আহমেদ, সাবেক কমিশনার অভিভাবক প্রতিনিধি সদস্য ও ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: আজহারুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: মিজানুর রহমান বাচ্চু, মো: আব্দুল করীম খানপুরী, প্রক্তণ ছাত্র ও সাবেক ফুটবলার মো: নজরুল ইসলাম নজর , বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষার্থীরা।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী দূর্যয় ও পাপতি যারা জাতীয় পর্যায়ে এবং নারায়ণগঞ্জ উপজেলায় একাধিকবার সাংস্কৃতিক অঙ্গণে অবদান রেখেছেন। এ ছাড়া গান পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মো: আকরাম , নবাগত শিল্পি ও অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী দৃষ্টি সরকার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। সর্বশেষে বিশেষ শিল্পি রতœা গান পরিবেশন করেন। নৃত্য আর গানে পুরো বিদ্যালয়টি যেন মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা শিল্প একাডেমীর শিক্ষক মো: আব্দুল মান্নান ও অত্র বিদ্যালয়ের অর্চনা রুদ্র। অনুষ্ঠাননি উপস্থাপনা করেন শিক্ষক-শিক্ষিকা প্রতিনিধি সদস্য রোজিনা আক্তার , আসমা আক্তার ও তুলী।