নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাবা-মা হচ্ছে সন্তানের জন্য নেয়ামত। বাবা-মাকে সবসময় সম্মান করতে হবে। তাদের আদেশ-নিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের গুরুজন যাদের শিক্ষায় তোমরা শিক্ষিত হয়ে ওঠো তাদেরকেও সম্মান করতে হবে। তাহলে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবে। ভালো মানুষ হয়ে এক সময় তোমরাই এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
রবিবার ৩১ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকা শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জের অতিঃ পুলিশ সুপার মো. শরফুদ্দিন।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সবাই যদি নিজের সন্তানের প্রতি খেয়াল রাখেন, তারা কখন কোথায় যাচ্ছে কার সাথে মিশে এসব বিষয়ে সচেতন হন তাহলে আর কেউ বাজে দিকে যেতে পারবে না। আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের যদি আমরা আপনারা সবাই মিলে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে তারাই ভবিষ্যতে এ দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে আরও বলেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি টানা পাঁচ বছর শৃঙ্খলার মধ্যে থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হতে বেশী সময় লাগেনা।
৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আলাউদ্দিন মেম্বারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, আব্দুস সালাম ঢালী।