নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আপামর জনতার নেতা , প্রয়াত এম.পি জননেতা বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নাসিম ওসমান এর মতো সকলের সুখে দু:খে পাশে থাকতে চাই । মত্যুর আগ পর্যন্ত আমি আমার প্রাণপ্রিয় বাবার মতোই নারায়ণগঞ্জ বাসীর তথা গরীব , দু:খী , অসহায় মানুষদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যেতে চাই । উল্লেখিত কথাগুলো একান্ত সাক্ষাতকারে আলাপকালে বলেন প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্বা জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমীরী ওসমান। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজমীরী ওসমানের এই কথাগুলো প্রচারের পর পরই জাতীয়পার্টির তৃণমূলের নেতা কর্মীরা বুধবার বিকালে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাবেত হয়।
আজমীর ওসমানের সমর্থক সহ জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতৃবৃন্ধের সাথে আলাপ করলে নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যাক্তি তাদের মত ব্যাক্ত করে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, নারায়ণগঞ্জ ৫ আসনের ৪ বার নির্বাচিত জননন্দিত এমপি ছিলেন আমাদের প্রায়ত বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নাসিম ওসমান । তিনি ছিলেন নারায়ণগঞ্জের আপামর মানুষের নেতা । তার কাছে ছিলেন সকলেই সমান , অসহায় গরীব , দূ:খী ও মেহনতি মানুষের মসিহ ও দলের নেতা কর্মীদের প্রাণপূরুষ নাসিম ভাই যে দিন আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন সেদিনই আমরা দলের নেতা কর্মীরা এতিম হয়েছিলাম । নাসিম ওসমান আমাদের পিতার মতো ছিলেন সকল নেতাকর্মীর খোঁজ খবর রাখতেন। সুখে দু:খে সহযোগীতা করতেন এমন ভাবে যেমন করে তার সন্তানের জন্য কিছু একটা করছেন তিনি।
নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব হোসেন সাগর সহ একাধিক ছাত্র জানায় , আমরা যতোটুকু পড়া শুনা করেছি বা করছি তার অবদান একমাত্র নাসিম ভাইয়ের জন্য কারণ তার সহায়তায় আমরা কলেজের ভর্তি থেকে শুরু করে পড়াশুনার জন্য সকল ধরণের সহায়তা পেতাম। নাসিম ভাই নেই আমরা এতোদিন মনে করেছিলাম অভিবাবকহীন আজ যখন আজমীরী ওসমানের ফেসবুকে স্টেটাস দেখে খুশিতে আত্বহারা হয়ে উঠি আর একেক জন অপর জনের সাথে সেলফোনে যোগাযোগ শুরু করি এবং তার রাজনীতিতে আগমনকে সু-স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করি। আজমীরী ওসমানের বিরুদ্বে চক্রান্তকারীদের হুশিয়ারী করে বলতে চাই বহু করেছেন চক্রান্ত এবার থেমে যান আর যদি আজমীরী ওসমানের বিরুদ্বে চক্রান্ত হয় তা হলে আমরাই সূ-মুচিত জবাব দিব।
Thanks very interesting blog!