বানভাসি মানুষের পাশে খানপুরের বন্ধুমহল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রায় ৪০০ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর জমিদার বাজারের দুর্গম অঞ্চলে যাচ্ছেন নারায়ণগঞ্জ শহরের খানপুরের কিছু উদ্যমী যুবক। নিজেদের উদ্যোগে এবং নারায়ণগঞ্জের সকল বন্ধু মহলের সহযোগিতায় প্রায় ৪০০ পরিবারের জন্য একটি করে প্যাকেট নিয়ে যাচ্ছেন তারা। যাতে থাকছে শুকনো বিশুদ্ধ পানি, চিড়া, মুড়ি, বিস্কুট, রুটিসহ চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, শুকনা মরিচ, মোমবাতি, দিয়ারশাইল, ঔষধসহ আরো অনেক কিছু।

প্রবাসী বন্ধু আরজু শেখ জনি ছাড়া এই উদ্যোগ সফল করতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সাঈদ, রাজীব, রনি, ফারুক, ইরান, পারভেজ, আরিফ, বাচ্চু, মনির, রাজু, দীপু, সুজন, বাবু, সোহেল, কমল, তুষার, মাসুম, সুমনসহ আরো অনেকে।

এ প্রসঙ্গে সাঈদ বলেন, আমাদের বন্ধুদের সীমিত সামর্থ্যরে মধ্যে চেষ্টা করেছি বানভাসি কিছু মানুষের পাশে দাঁড়ানোর। আজ (মঙ্গলবার) রাতে আমরা নোয়াখালীর জমিদার বাজারের উদ্দেশ্যে রওনা দিবো। সেখান থেকে দুটি ট্রলারে দুর্গম এলাকাতে ত্রাণ বিতরণ করবো। আমাদের ইচ্ছা আছে সেখানে ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করার। সেই প্রস্তুতি নিয়ে আল্লাহর ইচ্ছায় আমরা যাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত