বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ ফয়জুর রহমান ) : শেরপুর জেলার ঐতিহ্যবাহী ফেরীঘাট কাঁচামালের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি । তবে বাজারে সবজিগুলোর দাম হাকা হচ্ছে একটু বেশি।

ফেরীঘাটের আশে-পাশের এলাকাসহ দূরদূরান্ত থেকে প্রতিদিনই বাজারে আসছে পর্যাপ্ত পরিমাণ সবজি। শেরপুর জেলার ঐতিহ্যবাহী ফেরীঘাট কাঁচামালের বাজার শেরপুরসহ বিভিন্ন অঞ্চলের সবজির চাহিদা মেটাচ্ছে এই শীতকালীন সবজি। আর এর যোগান দিচ্ছে স্থানীয় কৃষকরা । ৪ ডিসেম্বর বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল হতেই  স্থানীয় কৃষকরা জমির চাষকৃত শীতকালীন শাক-সবজি  তুলা ও বাজারে নেওয়ার উৎসব মুখর একটি পরিবেশ ।

এছাড়া গ্রামের সড়ক ও পথে ঘাটে দেখা যায় শীতকালীন সবজি এক সঙ্গে সাড়িবদ্ধ ভাবে রিকশা , অটোরিকশা, ভ্যান , ঘোড়ার গাড়ি সহ নানা রকমের যানবাহন করে বাজারে নিয়ে যাওয়ার দৃশ্য ।

এদিকে কৃষক আব্দুস সাত্তার বলেন , এবারে ভালো দামে সবজি বিক্রি করছি । সীম , ফুলকপি , টমেটো সব ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।

সবজির দামের ব্যাপারে কৃষক লুকমান মিয়া বলেন , সবজি বিক্রি করে এবারে ভালোই দাম পাচ্ছি । তবে বেগুনের দামটা কম । যেখানে গেল বছর ২০০০-২৫০০ টাকা মন বিক্রি করেছি , এবার বিক্রি করতে হচ্ছে ৮০০-৯০০ টাকা মনে ।

তাছাড়া বাজারে ক্রেতারা বলছেন , সবজির দাম একটু বেশি তবে শীতকালীন সবজির স্বাদের কাছে দামটা কিছু না । আর এক সাথে মন মতো সকল ধরনের সবজি পাচ্ছি এই ঢের ।

ফেরীঘাট কাঁচামালের বাজারে ক্রেতারা তাদের হাতের নাগালেই পাচ্ছে ফুলকপি , বাঁধাকপি , টমেটো , বেগুন , শসা , সীম , মিষ্টি কুমড়া , পেঁয়াজ পাতা , মূলা , গাজর সহ নানান রকমের শীতকালীন শাক-সবজি । এবারে অকস্মাৎ বন্যায় ডুবে যায় অসংখ্য আবাদি জমি । ডুবে যায় সবজির খেতগুলো । আর সেই ক্ষতিই যেন পুষিয়ে দিচ্ছে শীতের সবজি ।

add-content

আরও খবর

পঠিত