নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সবাই যখন বাংলা নববর্ষের উৎসবে মেতেছিলেন সেই মুহূর্তে বৃষ্টির হানায় অনেকটাই ম্লান হয়ে গেছে উৎসবের আনন্দ। শনিবার বিকেলে যখন নগর জুড়ে উৎসবের আমেজ তখন হঠাৎ বিড়ম্বনা নিয়ে হাজির হয় ঝড়ো বৃষ্টি। সারা দিনের আনন্দ তাই শেষ বিকেলে এসে পণ্ড। বিকেল ৪টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, ঘণ্টাখানেক পর শুরু হয় ঝড়ো বৃষ্টি, সাথে পড়ছিল শিলাও।
এসময় অনেকেই ছোটোছুটি করতে থাকেন। বৃষ্টি থেকে নিজেকে একটু রক্ষা দিতে কেউ রাস্তার পাশে, কেউ দৌড়ে গিয়ে গাড়িতে উঠছেন, কেউ বিশাল সাইন বোর্ডের নিচে, কেউবা ঠাই নিয়েছেন ছোট কোন চায়ের দোকানে। আবার কেউবা বৃষ্টিতে ভিজেই যেন বরণ করে নিচ্ছে পহেলা বৈশাখের আনন্দ। বৈশাখের বিকেলে প্রিয়জনকে নিয়ে সবেমাত্র মধুর আলাপনে সময় কাটাতে শুরু করতেই বৃষ্টির এমন হানা বিরক্ত করেছে অনেককে। বাঙালি সংস্কৃতির অংশ যেন পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টি, আর সেটার জানান দিতেই হয়তো এই বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া।
বাঙালির ঐতিহ্যবাহী পোশাক শাড়ি আর পাঞ্জাবিতে পুরো নগরী যেন রঙিন হয়ে উঠেছিল। নারীর পরনে বাহারি বৈশাখী শাড়ি আর মাথায় ফুলসাজ, পুরুষদেরও বৈশাখী সাজের কমতি নেই। নানা রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পাজামা এবং স্লিপার। হঠাৎ বৃষ্টিতে উৎসবের সব আনন্দ অনেকটাই বিষাদে পরিণত হয়।