নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত বাগে জান্নাত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিশনপাড়া যুব সংঘ। আক্রমন পাল্টা আক্রমনে তীব্র প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ফাইনাল ম্যাচে শেষ বাশি বাজার ১ মিনিট আগে স্বপনের একমাত্র গোলে খানপুর খেলাঘরকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে মিশনপাড়া যুব সংঘ।
৫ই জানুয়ারী শুক্রবার বিকেলে শিশুকল্যাণ প্রাইমারী স্কুল মাঠটিতে ছিল দর্শকদের উপচেপড়া ভীড়। শিশু থেকে শুরু করে প্রবীনরাও ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন নারী দর্শকও। দর্শকদের মূর্হুমূহু করতালিতে আক্রমন পাল্টা আক্রমনে ফাইনাল ম্যাচটি আরো উপভোগ্য করে তোলেন উভয় দলের খেলোয়াররা।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সাংবাদিক ফারুক আহাম্মদ রিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুনুর রশিদ বাবুল। বিশেষ অতিথি ছিলেন চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সেক্রেটারী মহিউদ্দিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ নারায়ণগঞ্জের হেড অব নিউজ শরীফ সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন মিশনপাড়ার হাজী আব্দুল কাদির, আব্দুল রাজ্জাক প্রমুখ। টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন সাকিব, মাসুম, হৃদয়সহ আরো অনেকে। ফাইনাল ম্যাচের রেফারী ছিলেন মাসুম।