বাংলা নবর্বষ ১৪২৩: পহেলা বৈশাখে উদ্ভোধন হলো দি এলাহী জুয়ের্লাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলা নবর্বষ ১৪২৩, পহেলা বৈশাখে নতুন আঙ্গিকে উদ্ভোধন হয়ে গেলো দি এলাহী জুয়ের্লাস। বৃহস্পতিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন আল-জয়নাল প্লাজার নীচ তলায় দোকান (১৩১) নম্বার দোকানটিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে শুভ উদ্ভোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার বসির এলাহী।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাকছুদ এলাহী, ইউসিবি ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মোজাম্মেল হক, হাজ্বী অশক আলী, হাজ্বী নুরুদ্দিন, ড. আশিকুর রহমান, সাজোয়ার আহমেদ, রিপন প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত