বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের বা‌র্ষিক সাধারণ সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের বা‌র্ষিক সাধারন সভা ২০২০-২০২১ ইং অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সভায় ২০১৯ইং স‌নের বা‌র্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আ‌লোচনার মাধ্যমে হো‌সিয়ারী ব্যবসায়ী‌দের সর্বসম্ম‌তিক্রমে অনু‌মোদন করা‌নো হয়। বুধবার (২০ এ‌প্রিল) দুপু‌রে হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে এ বা‌র্ষিক সাধারন সভা অনু‌ষ্ঠিত হয়।

বি‌শেষ সাধারন সভার শুরু‌তে বাংলা‌দেশ হো‌সিয়া‌রি এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি প্রতি‌বেদন উপস্থাপন ক‌রেন।প‌রে উপ‌স্থিত হো‌সিয়া‌রি ব‌্যাবসায়ী‌দের সক‌লের সম্ম‌তি‌তে এ‌সো‌সি‌য়েশ‌নের ২০২২ইং স‌নের নিরীক্ষক মোস্তফা কামাল এন্ড কোং কে নি‌য়োগ প্রদান করা হয়।

‌এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ হো‌সিয়া‌রি এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি শেখ নাজমুল আলম সজল, সহ-সভাপতি (জেনারেল) মো. ক‌বির হো‌সেন, সহ-সভাপতি (এসোসিয়েট) না‌ছিম আহ‌মেদ, প‌রিচালক (‌জেনা‌রেল) বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মো.মোজাম্মেল হক, মো. আবদুল হাই, সাঈদ আহ‌মেদ স্বপন,  মো. মনির হোসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মো. সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মো. সাখাওয়াত হোসেন সুমন, মো. আবুল বাশার (বাসেত), পরিচালক (এসোসিয়েট) মো.. নাছির শেখ, হাজী মো. শাহীন হোসেন, নাছিম আহমেদ, মো. আতাউর রহমান, মো. মিজানুর রহমান সহ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সকল ব্যবসা‌য়িগণ।

add-content

আরও খবর

পঠিত