বাংলা‌দেশী ছে‌লে জিদা‌নের ১ঘন্টায় ১১টি অ্যাপস তৈরীর বিশ্ব রেকর্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলা‌দে‌শের জাতীয় অ্যাপস ফে‌স্টিবে‌ল এ কে‌সি ব্রাউজার নি‌য়ে প্রথম সবার নজ‌রে আ‌সেন জিদান মিম। সারা দেশ থে‌কে মাত্র ১৫০ জন ডে‌ভেলপার খু‌জে পাওয়া হয় জাতীয় অ্যাপস ফে‌স্টি‌বেল এর মাধ্য‌মে। কিন্তু তা‌দের ম‌ধ্যে সারা দেশে সবাই‌কে পি‌ছনে ফে‌লে ক্ষু‌ধে অ্যাপ ডে‌ভেলপার হি‌সে‌বে প‌রি‌চি‌তি পান মিম। এখন সেই ছে‌লে‌টিই বি‌শ্বের সকল অ্যাপ ডে‌ভেলপার‌দের হার মা‌নি‌য়ে মাত্র ১ ঘন্টায় ১০ এ ১১টি অ্যাপ তৈরী ক‌রে সারা বি‌শ্বের অ্যাপ ডে‌ভেলপার‌দের তাক লা‌গি‌য়ে দি‌লেন।

সেই সূত্রেই আজ মাই‌ক্রোসফট এবং অইস্টন এর ম‌তো কোম্পানী তা‌কে সে‌মিনার করার জন্য ‌নিউইয়র্ক এবং টেক্সা‌সে ডাক‌ছে। এখন শুধু পৃ‌থিবীর সব‌চে‌য়ে ক্ষু‌ধে এই অ্যাপ ডে‌ভেলপা‌রের আমে‌রিকা জয় করা বা‌কি। এরই ম‌ধ্যে জিদান কা‌নে‌ক্টিকান ইউ‌নিভা‌র্সি‌টি‌তে ওয়ার্কশ‌পের ইন‌ভি‌টিশন পেয়ে‌ গে‌ছেন।

এর অা‌গে তি‌নি বাংলা‌দে‌শের কৃ‌ষি‌বিদ ইউ‌নিভা‌র্সি‌টি ও সি‌লেট শাহাজালাল ইউ‌নিভার্সিটিতেও ইন্টার‌পেউর অ্যাপ ডে‌ভেলপ‌মে‌ন্টের উপর ট্রে‌নিং ওয়ার্কশপ ক‌রে‌ছেন। কিন্তু এবার অা‌মে‌রিকা‌তে ইন্টারন্যাশনাল স্টু‌ডেন্ট এর ট্রে‌নিং এর মাধ্য‌মে নতুন ক্যা‌রিয়ার শুরু কর‌বেন। বাংলা‌দেশী ডে‌ভেলপার‌দের মন জ‌য়ের পর এবার বি‌দেশীরা জিদা‌নের অ‌পেক্ষায়।

add-content

আরও খবর

পঠিত