বাংলাদেশ হারালো সাহসী সেনা : চির নিদ্রায় লে. কর্নেল আজাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রিপোর্টার) : ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ চলে গেলেন না ফিরার দেশে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদকে। দুদিন পর চিকিৎসকদের পরামর্শেই  সেখান থেকে গত বুধবার তাঁকে ঢাকায় আনা হয়। পরে তাঁকে সিএমএইচের আইসিইউতে রাখা হয়। র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানা গেছে, সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। এই সাহসী র‌্যাব কর্মকর্তাকে জীবনমৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।

আজাদের স্ত্র্রীর বড় ভাই ডা. শিমুল আহমদ জানান, আজাদের সারা শরীর অসংখ্য স্প্লিন্টারে ঝাঁঝরা হয়ে গেছে। এতে তার মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। স্প্লিন্টার আজাদের চোখের মণি ভেদ করে মস্তিষ্কে ঢুকে গেছে। আর একাধিক স্প্লিন্টার তার কপাল ও মাথায় ঢুকে গেছে।

ডা. শিমুল আরো জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই আজাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তখনি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর দ্রুত ঢাকায় আনা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা আজাদের মস্তিষ্কে অপারেশনের চেষ্টা করেন।

ডা. শিমুল বলেন, সিএমএইচ এর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। তারপরও সিঙ্গাপুরে নিউরো সার্জারির সুবিধা বেশি বলেই সেখানে আজাদকে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন। ওই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লে. কর্নেল আজাদ। বিস্ফোরণে আহত র‌্যাবের অপর গোয়েন্দা কর্মকর্তা হলন মেজর আজাদ। তিনিও ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন র‌্যাবের ওই দুই কর্মকর্তা। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়। রোববার রাত ৮টা ৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে আজাদ সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত