নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামাল-মিজান প্যানেল এর প্রাথীরা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় ভোটারদের ভোট পেতে চুলচেড়া বিশ্লেষন করছে কামাল-মিজান এর নেতৃত্বাধীন বাংলাদেশ নিটিং মালিক ঐক্য ফোরাম প্যানেল। শুক্রবার ছুটির দিন হওয়ার পরেও যেন তাদের চেখে ঘুম নেই। পারস্পরিক আলোচনা ও নির্বাচনী ছক নিয়ে কেটেছে সারাবেলা।
জানা গেছে, এই প্রথমবারের মত জাতীয় পর্যায়ের এ অন্যতম সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে যাচ্ছে। দীর্ঘ ৮ বছর সিলেকশন হলেও এবারই প্রথম এ আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচনকে ঘিরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো শিল্পনগরী বিসিক এলাকায়। আগামী ২৬ই মে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহনের মধ্য দিয়ে জাতীয় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কামাল হোসেন (ব্যালট নং-২২) ও হাজী মো. মিজানুর রহমান (ব্যালট নং-২৩) এর নেতৃত্বে নিটিং মালিক ঐক্য ফোরাম প্যানেলে ২১ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন : মো.সিরাজুল ইসলাম চৌধুরী (ব্যালট নং-২৪), মো.মহসিন মৃধা (ব্যালট নং-২৫), গোলাম মাওলা (ব্যালট নং-২৬) , মো.হাসান ভুইয়া (ব্যালট নং-২৭), মাহফুজুর রহমান (ব্যালট নং-২৮), মো.হুমায়ুন কবির (ব্যালট নং-২৯), দুলাল হোসেন (ব্যালট নং-৩০), মো.আবু সাইদ (ব্যালট নং-৩১), মো.জাকির হোসেন (ব্যালট নং-৩২), মিজানুর রহমান (ব্যালট নং-৩৩) , রাকিবুল ইসলাম রকিব (ব্যালট নং-৩৪), মো.ওমর ফারুক (ব্যালট নং-৩৫), জাকির হোসেন (ব্যালট নং-৩৬), মো.আক্তার হোসেন (ব্যালট নং-৩৭), মো.দেলোয়ার হোসেন (ব্যালট নং-৩৮) , মো.সেলিম রেজা (ব্যালট নং-৩৯), মো.ফারুক হোসেন (ব্যালট নং-৪০), মিজাুনর রহমান মিজান (ব্যালট নং-৪১), মো.মোক্তার (ব্যালট নং-৪২)।