নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আগামী ২০২০ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশ থেকে জাপান সরকার ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার লোকজন নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এজন্য জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি সম্পাদন হয়েছে। তাই কোন দুষ্ট চক্র বা দালাল চক্রের ফাঁদে পা না দিয়ে জাপানিজ ভাষা শিখে জাপান যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি বলেন জাপান সরকারের কারিকুলাম অনুযায়ী নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে জাপানে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কৌশলে যাওয়া গেলেও জাপান ও কুরিয়ায় বৈধ উপায় ছাড়া কোনভাবে যাওয়া সম্ভব না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জাপান সরকার বাংলাদেশ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম এলাকায় জাপান ইপিজেড গড়ে তোলা হয়েছে। এই ইপিজেডে আড়াইহাজারের মানুষ কাজ করে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে। তিনি এজন্য আড়াইহাজারে জাপানি ভাষা শেখার জন্য স্কুল গড়ে তোলার আহ্বান জানান। জাপানি ভাষা শিখে জাপানি ইপিজেডে শ্রমিক হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় তরুণ প্রজন্মেকে উদ্দেশ্যে করে তিনি বলেন, রাজাকার আলসামসরা এখনো সাপের মতো ফণা তুলে আছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। দু:খের ইতিহাস, কষ্টের ইতিহাস, জুলুম নির্যাতনের ইতিহাস, ওয়ান ইলেভেনের গ্রেফতার নির্যাতনের ইতিহাস,ক্লিনহার্টের গ্রেফতার নির্যাতনের ইতিহাস এগুলোকে দূরে ঠেলে দিয়ে তরুন প্রজন্মের জন্য মসৃণ সবুজ বাংলাদেশ রেখে যেতে চাই। ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে।
এ সময় সরকারি সফর আলী ভূঁইয়া কলেজের ছাত্র-ছাত্রীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, এই কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাসের ব্যবস্থা করা হবে। সেই বাসটি যেন দ্রুত তারা পেতে পারে এই জন্য যোগাযোগ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সাথে প্রয়োজনীয় কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারে কোনো হানাহানি নেই। এখানে শান্তি বিরাজ করছে। দুর্নীতি মুক্ত একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে অসরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহাগ হোসেন প্রমুখ।