নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের আকাশে উড়লো ব্রাজিলের হাঙর বিমান। বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাজিলিয়ান আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমব্রায়ারের তৈরি ই১৯০-ই২ উড়োজাহাটির দেখা মিলেছে।
জানা যায়, বিশ্বজুড়ে পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে প্রদর্শিত হয় হাঙরের মুখ আঁকা এই বিমান। প্রায় একঘণ্টা তাদের নিয়ে এ দেশের আকাশে ওড়ে এটি। বাংলাদেশে পরিভ্রমণ শেষে মালয়েশিয়ায় এয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার চলে যায় এটি।বিচিত্র নকশার কারণে এই আকাশযান বিশ্বব্যাপী এভিয়েশন সংশ্লিষ্ট ও যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এতে শুধু হাঙর নয়; বাঘ, ঈগলসহ নানান প্রাণীর মুখ দিয়ে নকশা করেছে বিভিন্ন এয়ারলাইনস। এর মধ্যে হাঙরের মুখ আঁকা উড়োজাহাজটি বিশ্বের বিভিন্ন দেশ পরিদর্শন করছে। উড়োজাহাজটি টানা ছয় ঘণ্টা উড়তে সক্ষম। এতে ১১৪টি পর্যন্ত আসনের ব্যবস্থা রাখা যায়। বর্তমানে ৬০টি দেশের ১১১টি এয়ারলাইনস এই বিমান ব্যবহার করে যাত্রীসেবা দিচ্ছে।
হাঙর বিমানএমব্রায়ারের ভাইস প্রেসিডেন্ট (এশিয়া প্যাসিফিক) সিজার পেরেইরা উড়োজাহাজটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ই সিরিজের জেট বিমানগুলোর মধ্যে ই১৯০ই২ অন্যগুলোর তুলনায় ১০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী। এছাড়া উড়োজাহাজটির নকশায় রয়েছে নতুনত্ব। এর কেবিনে একক, কেবিন ব্যাগেজের জন্য বড় বিন, বড় জানালা, আসন বিন্যাস সবই যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য জুতসই।