বাঁধন-মৌমিতা পরিবহনে যাত্রী নিয়ে টানাটানিতে নিহত চালক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাঁধন-মৌমিতা পরিবহনে যাত্রী উঠানো নিয়ে দুটি বাসের চাপায় মো. ফারুক (৪০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। ১৯শে জুন রবিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত সায়েদউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আমরা রাস্তার অপর পাশ থেকে দেখলাম মৌমিতা ও বাঁধন পরিবহনের দুটি বাসের যাত্রী উঠানো নিয়ে ধস্তাধস্তি। ওই সময়ে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ওই ব্যক্তিটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ জানান, মৌমিতা ও বাঁধন পরিবহনের গাফলতিতে ওই পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে রিকশা চালক ফারুক রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় মৌমিতা ও বাঁধন বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে ওই পথচারী রিকশা চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক ফারুকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আমরা ১ জন চালক ও একজন হেলপারকে আটক করেছি।

add-content

আরও খবর

পঠিত