বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্ত:সত্ত্বা সহ দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়গঞ্জের বন্দরে বহুতল ভবনের সেপটিক ট্যাংকে সৃষ্ট গ্যাসে বিস্ফোরণ ঘটে এক অন্ত:সত্ত্বা সহ দুই শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে৷ ওই সময় বিস্ফোরিত ভবনের নিচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলেই মারা যায়৷

এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান পাশের বাড়ির হুমায়ূন কবিরের ৮ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)৷ বিস্ফোরণে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। আহত হন আরও ৫ জন৷ তারা হলেন, নিহত নারীর মেয়ে নাবিলা, তামান্না, শহীদ, রেকমত শেখ,রুবেল৷

স্থানীয় সূত্রে আরো জানা যায়, উইলসন রোডের রফিকুল ইসলামের পাঁচতলা ভবনটির নিচতলায় সকাল ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ সেপটিক ট্যাংক বিস্ফোরণ হওয়া ঘরটিতে ঘুমোচ্ছিল ওই দুই শিশু৷ বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের৷ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ।ন্ত:সত্ত্বা নারী৷ আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৫ জন৷

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উইলসন রোডের রফিকুল ইসলামের মালিকানাধীন পাঁচতলা বাড়ির নিচতলায় সকালে এ ঘটনা ঘটে৷ সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্ত:সত্ত্বা এক নারী ও দুই শিশু নিহত হয়েছে৷ আহত হয়েছেন আরও পাঁচজন৷

add-content

আরও খবর

পঠিত