বসন্ত ও ভালবাসা দিবস উপলক্ষ্যে গাজী ইভেন্ট প্লানের ৩ দিন ব্যাপী মেলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসছে বসন্ত ও ভালবাসা দিবসকে সামনে রেখে নারায়ণগঞ্জে গাজী ইভেন্ট প্লানের ৪র্থ বারের মতো ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করেছে। বাঁধন কমিউনিটি সেন্টারে ১৯ জানুয়ারি থেকে মেলা চলবে ২১ জানুয়ারি  পর্যন্ত। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

মেলায় থাকছে দেশী বিদেশী ড্রেস, কসমেটিকস,  জুয়েলারি, বিউটি প্রডাক্ট, খেলনা, হোমমেড প্রডাক্ট, হারবাল প্রডাক্ট, আবায়া, খাবারের স্টল, কফি সপ, আইসক্রিম পার্লার, শীতের পিঠা, আচার,  ফুচকা, ঘড়ি চশমা, শারমিন ফ্যাশন গ্যালারি, সাইফুর্স, হেঙ্গার, এমএন ফ্যাশন হাউস,  কফি হলিক, অন গ্যালারি, ১৮ প্লাস, চঁন্দ্রাবতী, দিনাজি, বিউটিজোন, নিটা আরও অনেক।

মেলায় কেনাকাটা করে পাচ্ছেন রাণী বিউটি পার্লার থেকে ২০% ডিসকাউন্ট, (রাণী বিউটি পার্লার, ইভা বিউটি জোন, মিরর বিউটি পার্লার) এর পক্ষ থেকে মেকওভার, হেয়ারকাট, ফেসিয়াল ইত্যাদি। এছাড়াও সকল স্টল থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে কেনাকাটার সুবিধা।

মেলার প্রথম দিনে গ্রান্ড ওপেনিং করবে জনপ্রিয় শিল্পী শাহরিয়ার রাফাত, বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্সের নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহফুজা আক্তার, নারায়ণগঞ্জের জনপ্রিয় গ্রুপ নারী উদ্দোক্তা গ্রুপের এডমিন শাহতাজ মুনমুন, অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ডট কম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশান হৃদয়। মেলার ২য় দিন থাকছে র‌্যাম্প শো। শেষ দিন বসন্ত বরণ  অনুষ্ঠান। আর রেফেল ড্র তো আছেই।

মেলায় ফটোগ্রাফি : সাকিন ফটোগ্রাফি। ইভেন্ট পার্টনার : ঘুড়ি ইভেন্ট। গিফট স্পনসর : রানি বিউটি পার্লার, ইভা বিউটি জোন, মিরর বিউটি পার্লার। মিডিয়া পার্টনার : নারায়ণগঞ্জ বার্তা ডট কম

add-content

আরও খবর

পঠিত