নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসছে বসন্ত ও ভালবাসা দিবসকে সামনে রেখে নারায়ণগঞ্জে গাজী ইভেন্ট প্লানের ৪র্থ বারের মতো ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করেছে। বাঁধন কমিউনিটি সেন্টারে রবিবার (১৯ জানুয়ারি) এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রধান অতিথি জনপ্রিয় শিল্পী শাহরিয়ার রাফাত, বিশেষ অতিথি ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্দোক্তা গ্রুপের এডমিন শাহতাজ মুনমুন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ জেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন হৃদয় ও অভিজিৎ সাহা উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করেন।মেলায় স্টল রয়েছে ৪০ টি। মেলায় রয়েছে দেশী-বিদেশী ড্রেস, জুয়েলারি, কসমেটিক, খেলনা শো-পিস, দিনাজী, এম এন স্টাইল ক্রিয়েশন, চন্দ্রা, কফি অলিক, স্বপ্ন যাত্রা, নাসিমা কিচেন, স্বাদঘর, রসনা, সিস্টার বুটিক, এইটিন প্লাস, অন গ্যালারি ব্লু স্টোন, পান আরো অনেক কিছু।মেলায় কেনাকাটা করে পাচ্ছেন রাণী বিউটি পার্লার থেকে ২০% ডিসকাউন্ট, (রাণী বিউটি পার্লার, ইভা বিউটি জোন, মিরর বিউটি পার্লার) এর পক্ষ থেকে মেকওভার, হেয়ারকাট, ফেসিয়াল ইত্যাদি। এছাড়াও সকল স্টল থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে কেনাকাটার সুবিধা। ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি (মঙ্গলবার) পযূন্ত মেলা চলবে। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। মেলায় ফটোগ্রাফি : সাকিন ফটোগ্রাফি। ইভেন্ট পার্টনার : ঘুড়ি ইভেন্ট। গিফট স্পনসর : রানি বিউটি পার্লার, ইভা বিউটি জোন, মিরর বিউটি পার্লার। মিডিয়া পার্টনার : নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম।