নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান, যাঁকে বলিউড সুলতান, বিগ বসসহ নানা অভিধায় ভূষিত করেছেন ভক্তরা; আজ তাঁর ৫৩তম জন্মদিন। গত মধ্যরাতে নিজের খামারবাড়ি প্যানভেলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিনের কেক কেটেছেন এই মহাতারকা।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান। তাঁর পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, প্লেব্যাক শিল্পী ও টিভি ব্যক্তিত্ব। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনি। ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্রসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারতীয় সিনেমায় বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের অন্যতম সালমান।
বেশ কয়েক বছর ধরেই এই ঐতিহ্য চলে আসছে, নিজের খামারবাড়িতে জন্মদিন পালন করছেন অসংখ্য ভক্ত-অনুরাগী আর চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে স্থান করে নেওয়া খানদান পরিবারের সালমান।
সালমানের জন্মদিন উদযাপন শুরু হয় গতকাল থেকে। তাঁর বোন অর্পিতা খান শর্মার খামারবাড়িতে বন্ধুবান্ধবের উপস্থিতিতে আয়োজিত হয় বিশেষ পার্টি।
ঘড়িতে রাত ১২টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় উল্লাস। সালমানের খামারবাড়িতে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকারা। অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, কৃতী শ্যানন ও মৌনি রায় আগেই পৌঁছান। পরিবারের সদস্যদের মধ্যে এই উদযাপনে যোগ দেন সালমানের দুই ভাই সোহেল খান ও আরবাজ খান, বোন অর্পিতা খান শর্মা, বাবা সেলিম খান ও সালমা খান।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী। হাসিমুখে কেক কাটেন বিগ বস সালমান। আর এর মধ্য দিয়েই শুরু হয় পার্টি। কেক কাটার সেই ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এ তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন অগণিত ভক্ত ও অনুরাগী।
বৃহস্পতিবার সকালে বলিউড তারকা সুস্মিতা সেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সালমানের জন্মদিনে উপস্থিত ছিলেন তিনি। এ ক্লিপে দেখা যায়, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্থডে বয়কে আলিঙ্গন করছেন তিনি। এরপর দুজন একসঙ্গে নাচেন।
সুস্মিতা ও সালমান জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বিবি নাম্বার ওয়ান’ (১৯৯৯), তুমকো না ভুল পায়েঙ্গে (২০০২) ও ম্যায়নে পিয়ার কিঁয়্যু কিয়া (২০০৫)।
নতুন বছরে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ দিয়ে রুপালি পর্দা কাঁপাবেন সালমান খান। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। এতে আরো অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, নোরা ফাতেহি, জ্যাকি শ্রফসহ অন্যরা।
সূত্র : ডিএনএ