বলিউড অভিনেত্রী সোনাক্ষী প্রতারণার মামলায় আসামী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিনোদন ডেস্ক রিপোর্ট  ) :  বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা পড়লেন আইনি জটিলতায়। প্রতারণার দায়ে তার নামে থানায় অভিযোগ করা হয়েছে। ৩৭ লক্ষ টাকার প্রতারনার করেছেন তিনি। টাকা নিয়ে অনুষ্ঠানে পারফর্ম  করতে আসেননি এ তারকা। এমন অভিযোগ তুলেই ভারতের মুরাদাবাদের প্রমোদ শর্মা অভিযোগ করেছেন থানায়। এ ঘটনায় অভিযুক্ত সোনাক্ষী সহ আরও সাত জনের নাম জড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই বছর ৩০ সেপ্টেম্বর একটি ফ্যাশনর শো অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অথিতি হিসেবে সোনাক্ষী সিনহাকে আমন্ত্রণ জানানো হয়। সে সুবাধে একটি এন্টারটেনমেন্ট কোম্পানির মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রমোদ। সোনাক্ষীর পারিশ্রমিক ৩৭ লক্ষ টাকা আগেই দিয়ে দিয়েছিলেন তিনি। এবং সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় অভিযোগ জানাতে বাধ্য হন। জানা যায়, বর্তমানে দিল্লি পুলিশ বিষটির তদন্ত করছে।

যদিও এই বিষয়ে সোনাক্ষী এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। এদিকে গত বছর একই মামলায় ফেঁসেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল -এম অ্যান্ড এম ডিজাইন- নামে একটি ফ্যাশন হাউজ।

-হাসিনা পার্কার- ছবিতে শ্রদ্ধার সব পোশাক সরবরাহ করেছিল এই প্রতিষ্ঠান। চুক্তি ছিল, প্রতিষ্ঠানটির নাম ট্রেলার, ছবি এবং সব ধরনের প্রচারণায় ব্যবহার করতে হবে। কিন্তু ছবির প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক এবং নায়িকা শ্রদ্ধা কাপুর কেউই চুক্তি অনুযায়ী কাজ করেননি বলে অভিযোগ করেছিল -এম অ্যান্ড এম ডিজাইন- ফ্যাশন হাউজ। চুক্তি ভঙ্গের কারণে দারুণ মর্মাহত হয়েছিলেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। তাই -হাসিনা পার্কার- মুক্তির আগে তারা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নামে মামলা করেছিলেন।

add-content

আরও খবর

পঠিত