বর্ষবরণে মুখোশ নয়, অনুষ্ঠান বিকাল ৫ টায় শেষ করার নির্দেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলশোভাযাত্রায় মুখে কোন মুখোশ ব্যবহার করা যাবে না, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান কামাল বলেন, পয়লা বৈশাখে যে কোন খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে, শুধুমাত্র রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

তিনি বলেন, পয়লা বৈশাখের মঙ্গলশোভাযাত্রায় ভূভুজেলা নিষিদ্ধ থাকবে, এছাড়াও শোভাযাত্রায় মুখোশ মুখে নয়, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে। বৈশাখের বর্ষবরণের উদযাপন অনুষ্ঠানে ইভটিজিং, উচ্ছৃ্খলতা ও নাশকতা প্রতিরোধে মোবাইল কোর্ট থাকবে ।

add-content

আরও খবর

পঠিত