বন্যার্তদের পাশে সদর থানা ছাত্রদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বন্যার্তদের মাঝে কিছু উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সহ-সভাপতি ও মহানগর ১১নং ওয়ার্ডের সভাপতি মালিক মুত্তাকীর নেতৃত্বে বন্যার্তদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ছাত্রদল নেতা মালিক মুত্তাকী বলেন, যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে বলেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে এখানে এসেছি। এসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সিয়াম, ১১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শাকিল, মো. সোহাগ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত