বন্ধ থাকবে বিয়ের অনুষ্ঠান, করা যাবে না পিকনিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বিধিনিষেধের মেয়াদ বাড়লো আরও ১০ দিন। এই সময়ের মধ্যে বিবাহোত্তর অনুষ্ঠান বা ওয়ালিমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একই সঙ্গে জন্মদিন, পিকনিক, পার্টিও বন্ধ রাখতে বলা হয়েছে।

বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ ৬ই জুন মধ্যরাত থেকে আগামী ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে আজ ৬ই জুন রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে পাঁচটি শর্ত দেয়া হয়েছে। এতে বলা হয়, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান/ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই জনসমাগম হয় এমন অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু অনেকে তা মানছেন না। সেই প্রেক্ষাপটে এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেয়া হলো।

add-content

আরও খবর

পঠিত