বন্দ‌রে ডাকা‌তির চেষ্টাকা‌লে ৪ যুবক আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দর থানাধীন ২৫ নং ওয়ার্ড দৈক্ষিন লক্ষন খোলা বাংলালিংক টাওয়ার এলাকায় সোমবার দিবাগত রাত ১ টার সময় ডাকাতির চেস্টাকালে ৪ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।

আটককৃতরা ডাকাতরা হলো, আবু কাশেম ( ৩৮) পিতা জাহাঙ্গীর গ্রাম : পূর্ব রামপুরা ঢাকা, মো: সোহেল (২৫) পিতা ইদ্দিস গ্রাম:শ্রী নগর জেলা মুন্সিগঞ্জ , মো.মিজান (২৬) পিতা আব্দু রহমান গ্রাম:মধ্যবাড্ডা ও আবু সাইদ (২৬) পিতা মনিরুল ইসলাম গ্রাম: কিবা রামপুর হোমনা কুমিল্লা।

স্থানীয় এক বাসীন্দা মফিজ সাউদ এর থেকে জানা যায়, বন্দর ২৫ নং ওয়ার্ড লক্ষন খোলা বাংলালিংক টাওয়ার যে বাড়িতে সেই বাড়িতেই ডাকাত দল গেটের তালা ভাঙ্গার চেষ্টা করছিলো। এ সময় ঐ রাস্তা দিয়ে মফিজ সাউদ একটি পিকাপ দুই তিনজন কে নামিয়ে দিয়ে একটু সামনে নিয়ে রাখে, এটা দেখে মফিজ সাউদের বিষয়টি আচ করতে পারে। পরে মফিজ সাউদ পার্শ্ববর্তী থাকা লোকজনকে বিষয়টি জানালে স্থানীয় ৫-৬ জন সহ তারা ডাকাতদের ধাওয়া দেয়।

এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাত ও? মফিজ মিয়ার মধ্যে ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে মফিজ ও তার সাথে থাকা লোকের ডাকে সবাই ঘর থেকে বের হয়ে আসে ডাকাতরা পালিয়ে যায়ওয়ার চেষ্টা করে এসময় সাথে থাকা পিকআপ যার নং ঢাকা মেট্রো-ন ১৫-০০৬২ নাম্বার গাড়ি ও ৪ ডাকাতকে আটক করে মফিজ ও স্থানীয় লোকজন।  পরে মফিজ সাউদ বন্দর থানা এস আই ফয়েজ আহামেদ কে ফোন দেন। ফয়েজ আহামেদ দূর্ত ঘটনা স্থানে চলে আসেন তার কাছে ডাকাতদের সোপর্দ করা হয়। ডাকাতদের পুলিশ পহুরী দিয়ে ও মফিজ সাউদ ও মো: মামুন কে সাথে নিয়ে ডাকাতদের  উদ্ধার করে চিকিৎসার জন্য বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে বন্দর থানা এস আই ফয়েজ আহমেদ জানান, আটক ডাকাতদের মামলার প্রস্ততি চলছে । তাদের সাথে থাকা ডাকাতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত