নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়সাল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) ভোরে বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বন্দরের মুছাপুর ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করে কবির। এ ঘটনায় মতিউর রহমান বন্দর থানায় একটি মামলা করেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, হামলা ও ভাঙচুরের মামলায় কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।