বন্দর শিল্পকলা একাডেমির সভাপতি পিন্টু বেপারী, সম্পাদক সাব্বির সেন্টু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অবশেষে অনুমোদন পেল বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কমিটি। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।

অনুমোদিত ১৫ সদস্যের ৩ বছর মেয়াদী এই পূর্ণাঙ্গ কমিটিতে পদাধিকার বলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু সাধারণ সম্পাদকসহ মো. ওবায়েদউল্লাহ, এড.মাহমুদা আক্তারকে সহ-সভাপতি, মো. মোয়াজ্জেম হোসেন, সাইফুল্লাহ মাহমুদ টিটুকে যুগ্ম সম্পাদক, মো. আবু জাফরকে কোষাধক্ষ্য এবং বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম. নূরুল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহী ইফাৎ জাহান মায়া, শেখ তাফসির, রোকসানা আক্তার সামিয়া, মো. সেলিম মিয়া, মো. ফজলুল করিম, মিতু মোর্শেদ ও রইস মুকুলকে কার্যকরি সদস্য হিসেবে ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, গতবছরের ২২ডিসেম্বর বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাহমুদা-ওবায়েদ-সেন্টু প্যাণেল সংখ্যাগরিষ্ঠতা অর্জণ করে কৃতিত্ব দেখায়।

add-content

আরও খবর

পঠিত