বন্দর থানা আ.লীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডে মাস্ক বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বন্দর থানা আওয়ামীলীগের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ৮ই এপ্রিল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে পথচারী ও চালকদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা ও ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনুর সার্বিক তত্বাবধানে মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু এড. খোকন সাহা।

বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের সভাপতিত্বে নাসিক ৯টি ওয়ার্ডে মাস্ক বিতরণ করেন ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুম আহমেদ, বন্দর থানা আওয়ামীলীগ নেতা শহিদুল হাসান মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান কমল, ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ফারুক প্রধান, ডালিম হাসান, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আরিফুল ইসলাম অপু, আমিনুল ইসলাম, মোখলেস, আসিফ, সায়মন খান, শেখ ফরিদ, মো.নাছির, পাভেল, রিয়াদ, পারভেজ, রকিব, অনিক প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত