নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গত জুলাই মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৬টি। এর মধ্যে হত্যা মামলা ১টি, অপমৃত্যু ৫টি, মাদক মামলা হয়েছে ১৬টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১৪টি। তবে গত জুলাই মাসে বন্দর থানায় ডাকাতির কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি জুলাই মাসে একটি হত্যা মামলা ছাড়া বন্দরে সার্বিক আইন শৃঙ্খলা অনেক ভালো।
থানা সুত্রে জানা গেছে, গত জুলাই মাসে রুজুকৃত ১৬টি মাদক মামলায় পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৬টি মাদক মামলায় পুলিশ ২ হাজার ১শ ৮৩ পিস ইয়াবা, ৭ কেজী ৫শ গ্রাম গাঁজা ও ১শ ৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়াও ওয়ারেন্টভুক্ত ৫ জন ডাকাতকে গ্রেফতারসহ ৪০ জন আসামীকে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, বন্দরে আইন শৃঙ্খলা যথেষ্ট নিয়ন্ত্রনে রয়েছে। করোনা সচেতনায় প্রতিটি ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে প্রতিনিয়তই ভূমিকা রেখে যাচ্ছে বন্দর থানা প্রশাসন । করোনা সংকটেও তার ব্যতিক্রম নয়। বন্দরে পুলিশ ও সাংবাদিক সমন্বয় রেখে একটি সুশৃঙ্খল বন্দর নগরী উপহার দিতে কাজ করে যাচ্ছি। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।