নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। সোমবার (৯ সেপ্টম্বর) দুপুরে তিনি ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিবিআই ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ।
নবাগত ওসি তরিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের মনোবল ভেঙ্গে গেছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করবেন বলে তিনি জানান।