বন্দর উপজেলা র্নিবাচন : থেমে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের আর মাত্র  ৪ দিন বাকি। আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী না থাকায় বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ বিনা প্রতিদ্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গনসংযোগ ও প্রচার প্রচারণা না করলেও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা থেমে নেই। তারা প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে  গনসংযোগ ও ভোট প্রার্থনা অব্যহত রেখেছে।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুধু মাত্র সানাউল্যাহ সানু উড়োজাহাজ মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যেতে দেখা গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে ভোটারদের মাঝে উৎসব আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বেশ কিছু এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোষ্টার দেখা গেছে। এর পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্ল্যাহ সানুর একক পোষ্টারও দেখা যাচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ৫ম পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদের ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা হলো ১ লাখ ১৪ হাজার ৫ শ ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৫৮ হাজার ৩ শ ২৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৫৬ হাজার ২ শ ৬৪ জন। বন্দর উপজেলা পরিষদের ৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হলো ৫৪টি। এবং ভোট কক্ষ সংখ্যা হলো ৩ শ ২৪টি। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের পর নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

এরা হলেন, মো. আক্তার হোসেন, মো. নুরুজ্জামান, এসআই জুয়েল, হাফেজ পারভেজ । শুধু মাত্র সানাউল্যা সানু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী  নূরুন নাহার সন্ধ্যা, এড. মাহামুদা আক্তার ও সালিমা হোসেন শান্তা নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। কে হচ্ছে বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান এ নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা।

add-content

আরও খবর

পঠিত