বন্দরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮ইং উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

২০১৭ সালে প্রথমবার এ দিনটি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে উদযাপিত হলেও দিবসটির নাম বদল কওে (ডিজিটাল বাংলাদেশ দিবস) করা হয়। ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে থাকছে কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগীতা।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী অফিসার (ভূমি) রোমানা আক্তার, বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া, সমবায় কর্মকর্তা মুক্তার হোসেন, বন ও পরিবেশ কর্মকর্তা জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ণ অফিসার বেনজির আহমেদ, বন্দর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, বন্দর উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষক ওমর ফারুকসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত