নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধামগড় ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুর ২টায় ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সম্মুখ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৬শত রিক্সাচালক, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে তাদের জন্য ১৫ কেজি চাল ও ২ কেজি আটা দেয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল), বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান উপস্থিত থেকে অসহায়দের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।
প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করায় এবং সকলে বাসায় অবস্থান করায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা কর্মহীন হয়ে আর্থিক ও খাবারের সংকটে ভুগছে বিধায় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্দর উপজেলা আওয়ামী লীগ।
এছাড়াও ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, নাসিক ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ প্রত্যাশি আব্দুল আউয়াল বাচ্চু, বন্দর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন মাস্টার, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ নুরুজ্জামান, সংরক্ষিত মহিলা মেম্বার সখিনা বেগম, সাবেক মেম্বার খাইরু উদ্দিন, সাবেক মেম্বার শাহ আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী নূর হোসেন মাস্টার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ সেলিম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম ও সাধারণ সম্পাদক জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।