বন্দর উপজেলায় প্রতিটি স্কুলে বইয়ের হাসি শিক্ষাথীদের মুখে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। শুক্রবার পহেলা জানুয়ারী সকাল ১০ টায় বন্দরের নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বন্দর উপজেলায় ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ১৩৫টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে বই উৎসব পালিত হয়। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে। এ ছাড়া বন্দর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে গতকাল পাঠ্য পুস্তক উৎসব-২০১৬ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাশেদ খানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন কমল খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কবির হোসেন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপদেষ্টা হাজী এম এ আউয়াল , সাবেক সভাপতি ব্যাংকার নূরুল ইসলাম , স্বল্পেরচক আদর্শ সমাজ কল্যাণ পঞ্চায়েত কমিটির সভাপতি ইয়াকুব হোসেন প্রদীপ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিল্টন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সহ- সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল, ইসমাইল হোসেন, আঃ মজিদ, সমমনা পরিষদের সাধারণ সম্পাদক জি এম কাউসার।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত