নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে গতকাল সকালে পিঠা উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মোঃ রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন খান কমল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোটারিয়ান আলেয়া বেগম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক অগ্রবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক কবির হোসেন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপদেষ্টা হাজী এম এ আউয়াল, রোটারিয়ান ইয়াকুব হোসেন প্রদীপ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এ্যাড. শাহ আলী পিন্টু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোকসানা বেগম মুক্তা। পিঠা উৎসবের উদ্বোধক মোবারক হোসেন খান কমল বলেন,আমরা বাঙ্গালী। আমাদের ঐতিহ্য শীতের সকালে পিঠা পুলির আয়োজন। আজকাল যান্ত্রিক জীবনে আমরাআমাদের গৌরবউজ্জল অতীতের অনেক উৎসব হারিয়ে ফেলেছি। এখানে উপস্থিত শতাধিকশিক্ষার্থী আজ বেশকিছু পিঠার সাথে পরিচিত হলো। আয়োজন দেখে ভাল লাগছে, ভবিষ্যতে আরো বড় আয়োজন করার আহবান রাখছি। বিদ্যালয়টি নতুন হলেওআমাদের ঐতিহ্য কৃষ্টির সাথে শিক্ষার্থীদের পরিচিত করার প্রয়াস নেওয়ায় প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই।প্রধান অতিথি রোটারিয়ান আলেয়া বেগম বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিও এই আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব আমার বেশ ভাল লাগছে। বিদ্যালয়টি প্রাথমিকসমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এ বছর শতভাগ শিক্ষার্থী ভাল ফলাফল করেছে । সামনেআরো ভাল ফলাফল করার জন্য সবাইকে মন দিয়ে লেখা পড়ার করার আহবান জানাই।
প্রধান বক্তা সাংবাদিক কবির হোসেন বলেন, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলটি
নতুন হলেও প্রতষ্ঠানের পরিচালক জাতীয় দিবস সহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের মেধা বিকাশে পদক্ষেপ নেয়। যা প্রশংসার দাবী রাখে। এখানে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্য,কৃষ্টির জ্ঞান লাভ করবে বলে আমি বিশ^াস করি। বিশেষ অতিথি হাজী এম এ আউয়াল বলেন, পিঠা উৎসবে এসে আমার ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়চ্ছে। এত বাহারী পিঠা একসাথে অনেক দিন পর দেখলাম। আমি আশা করি ছাত্রছাত্রীরা সবগুলো পিঠার সাথে পরিচিত হবে এবং পিঠা খেয়ে তারা বেশ মজা পাবে। আমার মনে পরছে আমার বিয়ের সময় টানা তিনদিন শুধু আমাকে পিঠা খেতে হয়েছিল। সেই সময়ের আমাদের এলাকায় রেওয়াজ ছিল নতুন জামাইকে তিন দিন পিঠা খ্রওয়াতে হবে। আয়োজকদের সাধূবাদ জানাই। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলটি শিক্ষা পাশাপাশি বাঙ্গালী ঐতিহ্য ছোটছোট বাচ্চাদের শিখানো প্রয়াস অব্যাহত রাখবে। এ সময় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক সহ প্রতিষ্ঠানের শিক্ষিক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন ।