নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কলাগাছিয়া ইউনিয়নের ১০ টি গ্রামের প্রায় ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। ১৯ আগস্ট বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। এ সময় ৯ কিলোমিটার অবৈধ পাইপ লাইন তুলে ফেলা হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার জানান, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের প্রায় ১০ টি গ্রামের বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্নার কাজে গ্যাস ব্যবহার করছিল। বুধবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদমপুর থেকে জিউধরা চৌরাস্তা পর্যন্ত ৬ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী মেজবাউর রহমানসহ বন্দর থানার পুলিশ উপস্থিত ছিলেন।