নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরের ৪১নং বিবিজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে আহত করেছে বহিরাগত এমদাদরা। ৩ মার্চ (রোববার) দুপুরে বন্দর ইউনিয়নের বিবিজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ ঘটনা ঘটে। ৬ জনের মধ্যে ২ জনকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ৪ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার কর্মকার জানান।
এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আবু তালেব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার কর্মকার বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্কুল সূত্রে প্রকাশ, বন্দরের ৪১নং বিবিজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন, কাউসার, মুন্না, মিনহাজ, জিহাদ ও ৪র্থ শ্রণীর ছাত্র সাকিবুল রোববার দুপুরে টিফিনের সময় স্কুল সংলগ্ন বালুর মাঠে খেলা করছিল। এ সময় লম্বাদরদী এলাকার এমদাদের ছেলে সানজিদ অন্য ছাত্রদের খেলা ভন্ডুল করে দেয়। এতে ছাত্ররা বাধা দেয় ও তাদের শিক্ষকদের জানায়। সানজিদ বাসায় গিয়ে বিষয়টি তার পিতা এমদাদকে জানালে বদমেজাজী এমদাদ, বিবিজোড়া এলাকার নজরুল ইসলাম, সাজেদা ও আলাউদ্দিন লাঠিসোঠা নিয়ে বালুর মাঠে গিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ছাত্র কাউসার ও মুন্না শহরের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন ও অন্য ৪ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. আনসার আলী বলেন, ঘটনাটি অত্যান্ত দু:খ জনক। কোমলমতি শিক্ষার্থীদের উপর তাদের হাত উঠে কিভাবে। শিক্ষার্থীদের মারধরের পর এমদাদ, নজরুল, আলাউদ্দিনসহ ৬/৭ জন গিয়ে শিক্ষিকাদের অশ্লীল আচরনসহ বাড়াবাড়ি করলে ২ দিনের মধ্যে বদলী করিয়ে দেয়ার আল্টিমেটাম দিয়ে আসে বলে শিক্ষিকা হোসনে আরা সোনালী, কামরুল নাহারসহ সকল শিক্ষক জানান।
এদিকে তাদের হুমকিতে অনেকটা আতংকগ্রস্থ শিক্ষকরা। বিদ্যালয়ের প্রায় ২শ শিক্ষার্থী দুপুর থেকে ক্লাস বর্জন পূর্বক মিছিল করে এবং তাদের বিচারের দাবীতে শ্লোগান দেন।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষ অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।