বন্দরে ৬ তলা ভবনে ফাটল, আতংকে বাসিন্দারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের আমিন আসিক এলাকায় রাজউকের অনুমতি ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন, বছর না যেতেই ৬ তলা ভবনের নিচতলায় ফাটল। নির্মাণাধীন ভবনের কাজ সঠিক নিয়ম মেনে না করার কারণেই এ ভবনে ফাটল ধরেছে বলে ধারনা করছেন সচেতন মহল। ভবনে ফাটল ধড়ায় আতংকে দিন কাটাছে ভাড়াটিয়াসহ আসপালের বসবারত ব্যক্তিরা। ভবন নির্মাণে রাজউকের কোনো অনুমতি ছাড়াই গড়ে উঠছে ৬ তলা বহুতল ভবন। অথচ ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পাকা স্থাপনা নির্মাণ করার আগে অবশ্যই কতৃপক্ষের অনুমতি প্রয়োজন।

১০ই জুলাই শনিবার সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ী মিন্টু মিয়া রাজউকের অনুমতি ছাড়াই আমিন আবাসিক এলাকার ছায়ানুর ক্লিনিক সংলগ্ন ৬ শতাংশ জমির ওপর ৬তলা ভবন নির্মাণ করেছেন। ৬তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হতে না হতেই নিচ তলার চার পাশে ফাটল ধরেছে। ফাটলগুলো দিন দিন বাড়ছে বলে জানান ভবনটির বাসিন্দারা। তবে নির্মাণ ভবনের মালিক মিন্টু মিয়া ভবনের ফাটলগুলো বেশি গুরুত্য দিচ্ছেনা বলে জানান। ভুমিকম্প বা এরকম কোন বিপদের ক্ষেত্রে এসব ভবন টিকে থাকতে পারার সম্ভাবনা খুবই কম। আমিন আবাসিক একার বাসিন্দারা সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপুকে বলেন, আমিন আবাসিক এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকায়া অপরিকল্পিতভাবে নির্মিত হওযায়া ভবটি ঝুঁকিপূর্ণ। ভবন নির্মাণের বছর না যেতেই নিচতলায় ফাটল ধরেছে যে কোন সময় বড় ধরনের কোন দূঘটনা ঘটতে পারে। আমরা রাজউক কর্তৃপক্ষ ও প্রসাশনের কাছে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানাই।

নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ বলেন, মিন্টু মিয়ার ভবন ফাটলের সংবাদ আমি পেয়েছি আমি রাজউকের কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেবো।

এ ব্যপারে রাজউকের কর্মকর্তারা বলেন, রাজউকের অনুমতি ছাড়াই আমিন আবাসিক এলাকায় অনেক ভবন নির্মাণ করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেবো। যে ভবনটি ফাটল ধরেছে তা আমাদের ইন্সপেক্টর গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

add-content

আরও খবর

পঠিত