বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ভ্রাম্যমমান আদালত অভিযান চালিয়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন । ২১ জানুয়ারি  (মঙ্গলবার) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল  এ অভিযান পরিচালনা করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, সোনারগাঁও আঞ্চলিক তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপক মো.  জাফরুল আলম, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ  ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমসহ তিতাস গ্যাস কর্মকর্তাগন।

ইউএনও শুক্লা সরকার বলেন, ইতিমধ্যেই উপজেলার মদনপুর, কলাগাছিয়া, মুছাপুর ইউনিয়নসহ  কয়েকটি এলাকায় প্রায় ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তৃতীয় দফায় ধামগড় ইউনিয়ন জাঙ্গাল এলাকা থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এত হালুয়াপাড়া, দশদোনা, কাজিপাড়া, শ্রীরামপুর, কাইনালিভিটা গ্রামের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন  করা হয়।  এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত