বন্দরে ৫টি অস্থায়ী পশুর হাটের ইজারা পেলেন যারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে ৫টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৪টায় বন্দর উপজেলা মিলনায়তনে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতাদের মধ্যে হাটগুলোর ইজারা প্রদান করা হয়।

ইজারা কার্যক্রমে উপস্থিত থেকে টেন্ডার বাক্স খুলে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

১ লাখ ২৯ হাজার টাকায় ফরাজিকান্দা অস্থায়ী পশুর হাট ইজারা পান সাহাদুল্লাহ মুকুল, ৪৫ হাজার টাকায় সাবদী অস্থায়ী পশুর হাট ইজারা পান দ্বীন ইসলাম,

৪০ হাজার টাকায় লাঙ্গলবন্ধ অস্থায়ী পশুর হাট ইজারা পান মোসলেউদ্দিন, ৪৭ হাজার টাকায় নবীগঞ্জ টি হোসেন বালু মাঠ ইজারা পান মোদ্দাসের এবং ৫৫ হাজার টাকায় মদনপুর মুনস্টোর অস্থায়ী পশুর হাট ইজারা পান আলামিন।

উল্লেখ্য, বন্দর উপজেলার ৫টি অস্থায়ী পশুর হাটের জন্য মোট ১৬টি দরপত্র জমা পড়ে। ইজারা প্রক্রিয়া শেষে বিজয়ী দরদাতাদের নাম ঘোষণা করা হয় সকলের উপস্থিতিতে।

add-content

আরও খবর

পঠিত