নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৪৮ তম ঐতিহাসিক জশনে জুলুস আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় মদনগঞ্জ বটতলা থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে কদমরসূল দরগাহ শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ র্যালীতে নেতৃত্ব দেন এবং আখেড়ী মোনাজাত পরিচালনা করেন রাসুল (সা:) এর ৪১তম বংশধর পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। জশনে জুলুস আনন্দ র্যালীর উদ্বোধন করেন বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ।
৪৮তম ঐতিহাসিক জশনে জুলুসে সভাপতিত্ব করেন ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জশনে জুলুস উদযাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহম্মেদ লাভলু।
এরআগে রোববার সকাল থেকে হাজার আশেকে রাসুল ধর্মপ্রান মানুষ মদনগঞ্জ বটতলায় ব্যানার, ফেস্টুন, মাইক নিয়ে জড়ো হয়ে জশনে জুলুস আনন্দ র্যালীতে যোগদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জশনে জুলুস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাজী আসাবুদ্দিন আশু, ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল, শরীফ হাসান চিশতি প্রচার সম্পাদক সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নুরুল ইসলাম, কবির হোসেন, আল আমিন, মাহবুবুর রহমান গেলমান, শরীফ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল খান, সুজন মাহমুদ, মদনগঞ্জ জশনে জুলুস উদযাপন কমিটি, ইসলামী ছাত্রসেনাসহ বিপুল সংখ্যক নবী প্রেমিক সুন্নী জনতা অংশগ্রহন করেন।