বন্দরে ৪৫ দিনেই দৃশ্যমান হতে যাচ্ছে বেপারীপাড়া ব্রিজটি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশণ আওতাধীণ ২০নং ওয়ার্ডস্থ বেপারীপাড়া ব্রিজটির কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে এ ব্রিজটির দ্রুততম নির্মাণ কাজ পরিলক্ষিত হয়।

খোজ নিয়ে জানা গেছে, জাইকার অর্থায়নে নাসিক ২০নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া ২০মিটার দৈর্ঘ এ ব্রিজটি প্রমিন্ট এন্ড কাশেম জে.বি এর ঠিকাদার গিয়াস উদ্দিন টেন্ডার পান। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে  ৪ কোটি ৩২লাখ টাকা। ব্রীজটি নির্মাণ কাজ প্রায় ৯৫ভাগ পরিপূর্ণ। ব্রীজটির কাজ শেষ হলেও রাস্তার এ্যাপ্রোচ কমপেক্ট কাজ চলমান আছে। প্রায় ৪৫ দিনের মধ্যেই ব্রীজের সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে বলে জানা যায়। বর্তমানে সংযোগ সড়ক ও সাইড দেয়াল নির্মাণ চলছে।

এ ব্যাপারে সাইট ইঞ্জিনিয়ার আব্দুস সামাদের সাথে কথা বলে জানা যায়, ব্রীজের মাঝে যে ফাটলের গুজব উঠেছে তা ভিত্তিহীণ। আর নির্মাাণ সামগ্রী উন্নতমানের। ব্রীজের উপর আস্তরিতবস্থায় সিমেন্টের গাদের কারনে সামান্য হেয়ার কেকের মত মনে হতে পারে। তারপর এর উপর আবার কিউবি করা হয়। তারপর সিমেন্টের সে গাদের চিহৃ তা নিমিশেই অদৃশ্য হয়ে যায়।  অত্যন্ত দ্রুতগতিতে ব্রীজটির নির্মান কাজ এগিয়ে চলছে। আশা করছি ১মাসের মধ্যেই পথচারীরাও নির্বিঘেœ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে।

এ ব্যাপারে ঠিকাদার গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ব্রীজের উপর সিলিকন পাথরের কণা দিয়ে ঢালাই করা হয়েছে। সেখানে গাদের চিহৃ থাকতে পারে পরবর্তী কাজের পর তা আর থাকবেনা। এটা কোন ব্রীজের ফাটল নয়। আর এ কাজের মটিটরিং করছে জাইকার প্রতিনিধিরা। বিন্দুমাত্র অনিয়ম করার সুযোগ নাই। সিডিউল অনুযায়ী অত্যন্ত দ্রত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে।

add-content

আরও খবর

পঠিত