বন্দরে ৪টি অবৈধ ইটভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে চারটি ইটভাটা থেকে ৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।

অভিযানটি মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, প্রতিটি ইটভাটাকে ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে জরিমানাকৃত ইটভাটাগুলো: কেওঢালা এলাকার মেমার্স আনন্দ ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস, কামতালের মেসার্স হাজী রিয়াজউদ্দিন ব্রিকস, ও বারপাড়া এলাকার মেসার্স বন্ধু ব্রিকস। অভিযান শেষে এসব ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য এই বছরের ৩১ জানুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে মেসার্স আওলাদ ব্রিকস, আনন্দ ব্রিকস অ্যান্ড কোং ইটভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। এসময় তাদের চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছিল পরিবেশ অধিদপ্তর। এছাড়া ২০১২ সালের ৭ মার্চ এই দুইটি ইটভাটাকে কৃষি জমি ধ্বংস এবং বায়ু দূষণের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর।

add-content

আরও খবর

পঠিত