নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৩ নারীকে মধ্যযুগীয় কায়দায় র্নিযাতনের পর চুল কেটে দেওয়ার মামলার মূলহোতা ইউসুফ মেম্বার(৩৮) কে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পূণরায় আদালতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফামিদা বেগমের আদালতে রিমান্ড মঞ্জুর করা হয়। যার মামলা নং-৪০(২)১৯। ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩৮০/ ৩৫৪/ ৩৮৫/ ৩৮৬/ ৩২৩/ ৩২৫/ ৪২৭/ ৩০৭/ ৫০৬ দ:বি:।
রিমান্ডপ্রাপ্ত আসামী বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার ইউসুফ বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার মৃত ওসমান আলী মিয়ার ছেলে।
জানা গেছে, সম্প্রতি সময়ে বন্দর খালপাড় এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার অসহায় মেয়ে ফাতেমা বেগমের কাছ থেকে প্রতিবেশী উম্মেহানী স্বামীকে বিদেশ পাঠানোর জন্য ১ লাখ ২২ হাজার টাকা ধার নেয়। গত ১৬ ফেব্রুয়ারি ফাতেমা বেগম এই ধারে টাকা আনতে গিয়ে দেনাদার উম্মেহানী যোগসূত্রে বহু অপর্কমের হোতা ইউসুফ মেম্বারসহ তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগম (৫০) ও তার দু:সম্পর্কের খালাত বোন আসমা বেগম ও বুরুন্দী এলাকার বকুল মিয়ার স্ত্রী বানু বেগম (৩০) কে গাছের সাথে বেধে র্নিমমভাবে শারিরীক নির্যাতন করে তাদের চুল কেটে দেয়। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার তদন্ত অফিসার হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত ইউসুফ মেম্বারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে পুলিশের কাছে গুরুত্বপূর্র্ণ তথ্য প্রদান করেছে। ৩ নারী নির্যাতনের ঘটনায় ৯ জন এজাহারভূক্ত আসামীসহ বেশ কিছু আসামীর নাম বের হয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাছি।