নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৩ খুনের ঘটনায় ২ আসামী গ্রেফতার হলেও বাকি ২ খুনের আসামীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে কেয়ারটেকার আতাউর খুনের মামলায় গ্রেফতারকৃত বাবু ও মনিরকে পুলিশ ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। গত রবিবার রাতে ডক শ্রমিক ফয়সাল খুনের ঘটনায় পুলিশ খুনীদের বাড়িতে হানা দিয়েছে। কিন্তু খুনীরা সকলেই পলাতক রয়েছে। সেই সাথে এ এলাকার অনেক যুবকরা পুলিশী ঝামেলার ভয়ে বাড়ি ছাড়া। বন্দরে ৩ দিনে ৩ খনের ঘটনায় জনমনে আতংক ছাড়াও অভিবাবকরা তাদের সন্তানদের নিয়ে চিন্তায় পড়েছেন। ফয়সাল খুনের ঘটনায় একজন ১০ম শ্রেনীর স্কুল ছাত্রও জড়িত রয়েছে। গত বৃহস্পতিবার বন্দরের মদনগঞ্জে কেয়ারটেকার আতাউর রহমান, গত শুক্রবার নবীগঞ্জে ডক শ্রমিক ফয়সাল ও শনিবার বিবিজোড়ায় কৃষক গোলাম ফারুক খুন হয়। সব কটি খুনের ঘটনা প্রকাশ্যে ও বিকালে সংগঠিত হয়। আতাউর খুনের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ ২ জনকে গ্রেফতার করে একজন পলাতক রয়েছে। ফয়সাল খুনের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা। এ ১০ জন সকলেই পলাতক ও ফারুক খুনের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা এবং ৩ জনও পলাতক রয়েছে।