বন্দরে ৩শ ৯৫ বোতল ফেন্সিডিলসহ শ্যামল গ্রেপ্তার, পলাতক-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মাদক বিক্রি করার সময় ২টি কলো ব্যাগ র্ভতি ৩শ ৯৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ শ্রী শ্যামল চন্দ্র মন্ডল (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বন্দর থানা পুলিশ । তবে অভিযানকালে পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে দুলাল (৩৪) ও আলী (৩০) নামে আরো দুই মাদক ব্যবসায়ী। গত ২৩ জুন (মঙ্গলবার) রাত পৌনে ১২টায় বন্দর থানার নবীগঞ্জ জিএ রোডে পাকা রাস্তার উপর মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল হাসান হাওলাদার বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী শ্যামলসহ ২ পলাতক আসামী বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামরা নং- ২০(৬)২০। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার তদন্ত অফিসার ইনর্চাজ মোঃ আজহারুল ইসলাম ধৃত ফেন্সিডিল কারবারি শ্রী শ্যামল চন্দ্র মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে। ধৃত মাদক ব্যবসায়ী শ্রী শ্যামল চন্দ্র মন্ডল শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডামুড্যা এলাকার শ্রী গনেশ চন্দ্র মন্ডলের ছেলে।

থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার তদন্ত ইনর্চাজ আজহারুল ও বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তীতে নবীগঞ্জ র্গালস স্কুরের সামনে অভিযান চালায়। অভিযানের সময় মাদক কারবারি শ্রী শ্যামল চন্দ্র মন্ডরের দখল থেকে ৩’শ ৯৫ তোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৫ লাখ ৯২ হাজার ৫শ টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক আসামীদর গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রাখা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত