নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্প মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ২শ ৫০ পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করলে পালিয়ে গেছে আরো এক ইয়াবা ব্যবসায়ী। ১৪ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় বন্দর থানাধীন নবীগঞ্জ পূর্বপাড়া এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র্যাব-১১ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ ১৭৮ উইলসন রোডস্থ নূরবাগ এলাকার মৃত খোরশেদ আলম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী (৫৭) ও একই থানার ৩১/১ কদম রসুল রোড নূরবাগ এলাকার মৃত হাজী নুর মোহাম্মদ মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ। মাদক উদ্ধারের সময় র্যাব-১১ উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বন্দর থানার নবীগঞ্জ খাদেম পাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৫০)। গ্রেফতারকৃতদের ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে র্যাব-১১ বন্দর থানা পুলিশে সোর্পদ করে।
পরে পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে ওই দিন দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করে। র্যাব-১১ প্রেস রিলিজ এর মাধ্যমে গনমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও জুয়েল আহম্মেদ এবং পালিয়ে যাওয়া অপর মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তাহাদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।