বন্দরে ১ দিনে ৮ হাজার ৪শ জনের ভ্যাকসিন গ্রহণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ৬দিনে ৩২ লাখ গণটিকা কর্মসূচির আওতায় বন্দরে ১দিনে ১৪টি কেন্দ্রে প্রায় ৮ হাজার ৪শ জন ২৫ উর্ধ্ব নারী-পুরুষেরা টিকা গ্রহন করেছেন। আজ ৭ই আগস্ট শনিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হলেও মোটামুটি ভাবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কার্যক্রমটি।

শনিবার সকাল ৯টা বাজতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জড়ো হতে থাকে মানুষ। সারিবদ্ধভাবে অতন্ত্য সুষ্ঠুভাবে দুপুর ২টার মধ্যেই ভ্যাকসিন গ্রহণ করেন ৬শ জন। অগ্রাধিকার ভিত্তিতে আগে টিকা পেয়ে খুশি এখানকার বয়স্করা। তাছাড়া প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের আগে টিকা দেয়া হয়। টিকা কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি করেন স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর। একই সময় কলাগাছিয়া ইউনিয়নের পিয়ার সাত্তার লতিফ স্কুলে শুরু হয় ৬শ জনকে টিকা দেয়ার কার্যক্রম।

এতে পরিদর্শনে আসেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ।  নাসিক এর ২০ নং ওয়ার্ডের হেভেন কমিনিউটি সেন্টার, ২১নং ওয়ার্ডের নগর মাতৃসদন হাসপাতাল, ২২নং ওয়ার্ডের বন্দর গার্লস হাইস্কুল, বন্দর ইউনিয়নের নাসিম ওসমান স্কুল কেন্দ্রে একযোগে চলে টিকা প্রদান কার্যক্রম।

এছাড়াও নাসিক এর ২৩-২৭নং ওয়ার্ড, মুছাপুর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন এবং মদনপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে  একই সময়ে শুরু হয়ে দুপুর ২নাগাদ এ কার্যক্রম সম্পন্ন হয়। তথ্য সুত্রে জানা গেছে, বন্দরের নাসিক এর ৯টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের ১টি করে মোট ১৪ টি কেন্দ্রে ৬শ জন করে ৮ হাজার ৪শ জনকে এ টিকা প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত