নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সড়ক র্দূঘটনায় পথচারি তাসলিমা বেগম (৩৫) নামে এক মহিলা গুরুত্বর আহত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে বন্দর থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ চট্রগ্রাম লেনে এ র্দূঘটনাটি ঘটে। পথচারিরা মুমুর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে প্রথমে আল বারাকা হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সড়ক র্দূঘটনায় উত্তেজিত জনতা র্দূঘটনা কবলিত লরিসহ এর চালককে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার র্সাজেন্ট বাহরুল সোহাগ বাদী হয়ে রোববার দুপুরে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ২৩(৯)১৯।
জানা গেছে, গত শনিবার দুপুর ২টায় বন্দর থানার বালিগাও এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম মদনপুর এলাকায় প্রয়োজনিয় কাজ শেষে করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগাম লেনে আসে। ওই সময় চট্রগ্রাম ঢ ৮১-১২৩৭ নাম্বারের একটি লরি তাকে আচমকা ধাক্কা দিয়ে সে গুরুত্বর জখম হয়। পরে তাকে পথচারিরা উদ্ধার করে আল বারেকা হাসপাতালে প্রেরণ করে। আহতের অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে পুনরায় ঢামেক হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় উত্তেজিত জনতা র্দূঘটনা কবলিত লরিসহ ঘাতক চালক সাত্তার (৩০) কে আটক করে হাইওয়ে পুলিশে সোর্পদ করে। আটককৃত চালক সাত্তার চট্রগ্রাম জেলার পতেঙ্গা থানার দেলপাড়া এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। আটককৃতকে ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে সড়ক র্দূঘটনা মামলায় আদালতে প্রেরণ করেছে।