বন্দরে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪( বন্দর প্রতিনিধি ): বন্দরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী এলাকাবাসী। শনিবার বিকেল ৫টায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ ওই কর্মসূচী পালণ করা হয়। এ সময় বন্দর-টু-সাবদী রুটের এইচ এম সেন সড়কে প্রায় ৩০মিনিট যান চলাচল বন্ধ থাকে।বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী এক পথ সভায় মিলিত হয়।

রাজবাড়ী পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ রতন মিয়ার সভাপতিত্বে পথ সভায় অংশ নেন বিএম ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ আবদুল গণি, মোঃ সালাউদ্দিন,মোঃ শামীম,মোঃ রাজিন,মোঃ মাহাবুব হোসেন,মোঃ জাকির হোসেন, মোঃ মামুন,মোঃ জিয়া,মোঃ বাদল, মোঃ মুকুল,মোহাম্মদ আলী, মোঃ বাবু, মোঃ জামাল হোসেন, মোঃ নুর হোসেন, মোঃ রাশেদ, মোঃ সোহান.মোঃ দুলাল হোসেন.মোঃ সাগর,তানভীর হায়দার,মোঃ জুয়েল হোসেন,সাঈফ আলী,রিপন প্রধাণ,আজাহার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,রাজবাড়ী মহল্লার রাস্তাটি দীর্ঘ দিন ধরেই সংস্কারবিহীণ অবস্থায় পড়ে আছে। ড্রেনের কাজ শেষ অথচ রাস্তার কাজ ফেলে রেখে জনগণের চরম ভোগান্তি সৃস্টি করেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বরাবরে আবেদন নিবেদন করেও কোন প্রতিকার মিলছেনা। রাস্তা সংস্কার না হওয়ায় আমাদের প্রতিনিয়তই নানা ভোগান্তির সম্মুখীন হকে হচ্ছে। রাতের আধারে এই রাস্তায় মানুষের চলাচল খুবই দায় হয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় এ যাবত অসংখ্য বাসিন্দাকে নানামুখী দুর্ঘটনার শিকার হতে হয়েছে।

প্রায় ১৫ হাজার বাসিন্দার বসবাসরত রাজাবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের জন্য ইতোমধ্যে স্থানীয় ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয় ও নারী কাউন্সিলরদের কাছে অসংখ্যবার ধর্ণা দেয়া হয়েছে তাতেও কোন সুফল মিলেনি। সিটি কর্তৃপক্ষের রহস্যজনক নিরবতার কারণে রাজবাড়ীর ১৫ হাজার বাসিন্দা বর্তমানে অসহায়ত্বের মতো জীবন যাপন করছে। এলাকাবাসী ভয়ানক এ পরিস্থিতি হতে রেহাই পেতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছে।

add-content

আরও খবর

পঠিত